এনড্রয়েডে আমার গেমিং অভিজ্ঞতা মোটামুটি। বেশ কয়েকটি গেমস্ খেলেছি। এর মধ্যে বেশিরভাগ গেম ই ভাল লেগেছে! সবগুলো সবার ভাল লাগবেনা জানি। কিন্তু এর মাঝেও এমন কিছু গেমস আছে যা সবার কাছেই ভাল লাগার মত। তাই আমার এই পোস্ট সেরা ৫টি গেমস নিয়ে সাজিয়েছি। আশাকরি সবার ভাল লাগবে।
অনলাইন ইন্সটলেশনঃ
যেকোন সমস্যায় আমাকে জানান। সমাধান করার চেষ্টা করব।
Angry Birds: মনে হয়, এ গেমটি নিয়ে বেশি কিছু বলার দরকার হবে না। সবার পছন্দের তালিকায় এক নাম্বার এ থাকে এ গেমটি। আসাধারন গেমপ্লে, ইউজার ফ্রেন্ডলি কন্ট্রোলিং, সুন্দর গ্রাফিক্স এ সবকিছুর জন্য এ গেমটি সত্যিই খুব মজার। এ পর্যন্ত অ্যাংগ্রি বার্ডস্ এর ৪টি এডিশন বের হয়েছে। এর মধ্যে একটি Angry Birds। বাকিগুলো বিশেষ এডিশনঃ Angry Birds Seasons, Angry Birds Rio, Angry Birds Magic।
Angry Birds এর মধ্যে সবচেয়ে বেশি মজার। আমি ওটাই বেশি খেলি।
অনলাইন ইন্সটলেশনঃ
ইন্সটল করুন মার্কেট প্লেস থেকে
মেমোরি কার্ড unmount করে ইন্সটল করুন, পরে mount করে চালান করে দিন অর্থাৎ SD কার্ড এ ট্রান্সফার করে দিন।)
অফলাইন ইন্সটলেশনঃ
ডাউনলোড করুনঃ
ডাউনলোড করে মেমোরি কার্ড এ ট্রান্সফার করুন। এর পর মোবাইল এ My Files যান। যেখানে রেখেছিলেন অখান থেকে ফাইল টি ওপেন করুন। ইন্সটল অপশনটি আসলে ইন্সটল করে ফেলুন। বাস্! এবার খেলতে থাকুন আমার প্রিয় গেম!!!
Robo Defense: আসাধারন একটি টাওয়ার গেম এই রোবো ডিফেন্স। এটি এনড্রইয়েড মার্কেট প্লেস এর অন্যতম সেরা গেম।
টাওয়ার গেমসঃ শত্রুকে নিজের এলাকায় ঢুকতে দেয়া যাবেনা। এজন্য বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করতে হবে। এটাই হল মূলত টাওয়ার গেমস গুলোর বৈশিষ্ট।
এ গেম এ তিন ধরনের অস্ত্র দেয়া হয়। যেগুলোর সাহায্যে শত্রু রোবোটগুলোকে ঘায়েল করতে হবে। ১০০% কিলিং সাক্সেস থাকতে হবে। যত রোবট ধবংস হবে তত $ বাড়বে। $ দিয়ে অস্ত্র কিনে সেগুলো স্থাপন করতে হবে। ২০টি রোবট যদি সীমানায় ঢুকে পরে, তাহলে গেম ওভার!!!
অনলাইন ইন্সটলেশনঃ
ইন্সটল করুন মার্কেট প্লেস থেকে
- Robo Defense (৳২৮৫)
(মেমোরি কার্ড unmount করে ইন্সটল করুন, পরে mount করে চালান করে দিন অর্থাৎ SD কার্ড এ ট্রান্সফার করে দিন।)
অফলাইন ইন্সটলেশনঃ
Cricket T20 Fever: এটি নিঃসন্দেহে সেরা মোবাইল ক্রিকেট গেম। সবকিছু খুবই চমৎকার। সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হল এর গ্রাফিক্স যা এক কথায় আসাধারন। গেমপ্লে ও খুব ভাল। প্রায় সবধরনের শট নেয়া যায়। বোলিং করাও খুব সহজ। কয়েকটি মুডে খেলা যায়। এর ক্যামেরাভিউ অনেকটা টিভি ভিউ স্টাইল এর মত। বোনাস আছে চিয়ারস্ গার্লদের নাচ!!!
নামিয়ে নিন এক্ষুনি, আর খেলতে থাকুন প্রানবন্ত ক্রিকেট!
একটাই হতাশার বিষয় আছে এতে, যে আটটি টীম নিয়ে খেলা যার এর মধ্যে বাংলাদেশ নেই!!!
অনলাইন ইন্সটলেশনঃ
(মেমোরি কার্ড unmount করে ইন্সটল করুন, পরে mount করে চালান করে দিন অর্থাৎ SD কার্ড এ ট্রান্সফার করে দিন।)
অফলাইন ইন্সটলেশনঃ
ডাউনলোড করুনঃ
- Cricket T20 Fever free (4shared link)
Sky Force Reloaded: আমরা সবাই কমবেশি এয়ার ফাইটিং গেমস খেলেছি এবং খেলি। তাদের এনড্রয়েড ফোন গুলোর জন্যই এ গেমটি। আমার খেলা সেরা গেম গুলোর একটি। এয়ার ফাইটিং গেমস এর ব্যাসিক আশাকরি সবার এ জানা আছে......
অনলাইন ইন্সটলেশনঃ
ইন্সটল করুন মার্কেট প্লেস থেকে
(মেমোরি কার্ড unmount করে ইন্সটল করুন, পরে mount করে চালান করে দিন অর্থাৎ SD কার্ড এ ট্রান্সফার করে দিন।)
অফলাইন ইন্সটলেশনঃ
ডাউনলোড করুনঃ
X Construction: এবার একটি মাথা খাটানোর গেমস নিয়ে কথা বলব। এ গেমটিতে চিন্তা করে ব্রিজ বানাতে হয়। লোহার কতগুলো পিলার দেয়া থাকে। ওগুলোর সাহায্যে ব্রিজ বানাতে হয়। ব্রিজ বানানোর পর এর উপর দিয়ে একটি ট্রেন যায়। যদি ট্রেনটি ব্রিজ পার হতে পারে তাহলে এক স্টেইজ শেষ হয়, কিন্তু ব্রিজটি ভেঙ্গে গেলে আবার বানাতে হয়। এভাবে একে একে স্টেইজ গুলো পার করতে হয়।
আমার সবচেয়ে প্রিয় গেমের একটি!
অনলাইন ইন্সটলেশনঃ
(মেমোরি কার্ড unmount করে ইন্সটল করুন, পরে mount করে চালান করে দিন অর্থাৎ SD কার্ড এ ট্রান্সফার করে দিন।)
অফলাইন ইন্সটলেশনঃ
ডাউনলোড করুনঃ
তাহলে আর দেরি কেন আপনার এনড্রয়েড ফোন এ এক্ষুনি ইন্সটল করে ফেলুন গেমসগুলো। সবগুলো খেলা শেষ হলে আমাকে জানান, আরও গেমের সন্ধান দেব!!!
যেকোন সমস্যায় আমাকে জানান। সমাধান করার চেষ্টা করব।
x constrction গেমটা ভালই। কিন্তু ৭ নাম্বার ব্রিজটা বানাতে পারছি না! হেল্পান প্লিজ।
ReplyDeleteট্রাই করতে থাকুন। মোবাইল গেমও কি চিটকোড দিয়ে খেলতে চাচ্ছেন!!!
ReplyDeleteWould you please tell me how to install applications on the sd memory card instead of phone memory?
ReplyDelete@হাতি the latest apps are coming with this advantage. they can be installed to sd cards directly. but some remain! they only can be installed directly to sd card in your rooted phones.
ReplyDeleteTanjil vai
ReplyDeletePlease give us office application "quick office" It will help us do office work. I think every officials would be greateful to you.
Wish your long life
ভাল কথা মনে করিয়ে দিয়েছেন তো! আসলে আমি নিজে মোবাইলে ওয়ার্ড ডকুমেন্ট এর কাজ করি না তো, তাই এ বিষয়ে চিন্তা করা হয়নি। ডকুমেন্ট ভিউয়ার আছে একটা, ওটা দিয়েই চালাচ্ছি। খুব জলদি পোস্ট করব কুইক অফিস নিয়ে। সাথে থাকবেন। ধন্যবাদ!
ReplyDelete@Tonoy Download: Office Suite Pro apk from http://lycanbd.blogspot.com/2011/10/office-suite-pro-v5-apk-best-office.html
ReplyDeleteThanks for your suggestion...inform me when you need any apps...
Tanjil vai
ReplyDeleteThanks for giving us an office aplication.It is sure that we,who will use this application must be greatful to you and wish for you a successful life.
model wise section banale valo hoto.onek game onek phn e support kore na.amar xperia arc e onek game e kaj kore na !!! amar GPU adreno 205.processor SnapDragon.
ReplyDeletevai amar galaxy pop e internal memory matro 180MB.
ReplyDeletekonovabe ki internal memory barano jay???
onek app auto internal memory te install hoy...
abar move2sd use koreo sd te transfer korte day na??
kono solution ase???