গুগল এর এনড্রয়েড মার্কেট প্লেস এর সিস্টেম টা নিশ্চয় সবাই জানেন। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে অ্যাপলিকেশ্ন গুলো ইন্সটল করতে হয়। যার জন্য ফোন এ সবসময় ইন্টারনেট কানেকশন থাকা লাগে। ব্যাপারটা সবার জন্য সুবিধার না। আর এতে টাইমও বেশি লাগে। সবচেয়ে ভাল হয় যদি অফলাইন এ অ্যাপলিকেশন গুলো ইন্সটল করা যায়। তার জন্যই আমার এই পোস্ট। এখানে দেখাব খুব সহজে কি করে অফলাইন এ অ্যাপস্‌ ইন্সটল করা যায়। চলুন দেখি......

১) Apk বা এনড্রয়েড প্যাকেজ ফাইলটি বা ফাইলগুলো মেমোরি কার্ডে ট্রান্সফার করতে হবে। কার্ডটি ফোন এ প্রবেশ করান। এই এ.পি.কে অ্যাপলিকেশন গুলো পাবেন নেট থেকে।
টরেণ্ট এর সাহায্যে ডাউনলোড করতে পারেন। গুগল সার্চ ব্যবহার করুন। এখানে আমি কয়েকটি টরেন্ট এর লিঙ্ক দিয়ে দিলাম।

অন্যান্য জায়গা থেকেও ডাউনলোড করতে পারে। গুগল সার্চ ইউজ করুন।

২) এনড্রয়েড মার্কেট থেকে আপনাকে অবশ্য একটি অ্যাপলিকেশন ডাউনলোড করতে হবে। ভাল একটি ইন্সটলার। আমার পছন্দ Easy Installer

৩) অ্যাপলিকেশন টি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। দেখবেন যে আপনার মেমোরি কার্ড এ যেসব অ্যাপলিকেশন আছে সেগুলো দেখাচ্ছে।

৪) পছন্দের অ্যাপস্‌ সিলেক্ট করে ইন্সটল এ ক্লিক করুন। বাস্‌! ইন্সটল হয়ে গেল অ্যাপকেশনটি।

এখন অ্যাপকেশনটি ব্যবহারের জন্য সম্পূর্ণ তৈরী। উপভোগ করুন এনড্রয়েড এর মজা! যেকোন সমস্যা বা প্রয়োজনে আমাকে কমেন্ট করে জানান, আমি সমাধানের চেষ্টা করব।


Post a Comment

  1. ভাই এই app গুলো ইনস্টল করতে কি ফোন root করতে হবে??? নাকি সকল ফোন এ ইনস্টল হবে???

    ReplyDelete
  2. ভাই আমি এই দুইটা download korte chai

    https://market.android.com/details?id=com.km.house.broke&feature=search_result

    https://market.android.com/details?id=ch.xot.broken_glass&feature=search_result


    kore diben???

    ReplyDelete
  3. @MuSTAKIM no brother, you dont need to root your phone to install these android applications...

    ReplyDelete
  4. vai SD card file free te download kora jabe emon link den plz...

    ReplyDelete
  5. you will get everything you need from this site...just let me know what application do you need.. link will be given..you dont need to find apk files. cause sometimes its very tough to find desire apk files..thank you!

    Email & request Apk with device information:
    Lycanbd.OnRequest@gmail.com

    ReplyDelete
  6. I need all gameloft games for my Samsung Galaxy Ace. Plz post the link as soon as possible...

    ReplyDelete
  7. of course brother! i 'll post the links as soon as i make them...thanks!

    ReplyDelete
  8. @tanjil tumi bangali?jantam na kothai thako?

    ReplyDelete
  9. Bro I need "Mayabi keybord" for my Tablet. Please give me mediafire link to download. When i visit to install apps via my Tablet from market then its said "You do have any Android device with this account" and i cant get anything. Do you have any solution for this?


    Regards....
    Mh

    ReplyDelete
  10. vaia amr akta prob ase.... amr sony ericson xperia mini pro te my fils passi na.... memory te kuno apps dhukale ta mob e show kore na.. ki korbo??

    ReplyDelete
  11. vaia amr akta prob ase... amr sony ericson xperia mini te my files show kore na... kuno apps memory te dhukale ta pai na..ki korbo??

    ReplyDelete

 
Top